বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানসমূহ


বিদ্যাগুচ্ছ – আই সি টি (এইচ এস সি)

বর্তমানে বাংলাদেশ তথ্য প্রযুক্তি নির্ভর হতে চলেছে। তাই বর্তমানের শিক্ষার্থীরা কম্পিউটার বা মনিটরের পর্দায় পড়াশুনা করতে বেশি আগ্রহী। তাছাড়া অনেকে বই পড়ে সবকিছু বুঝতে পারে না বা বুঝতে পাড়লেও আরো সহজভাবে কিভাবে বুঝা যায় তা খুজার চেষ্টা করে। তাই এইচ এস সি শিক্ষার্থীদের জন্য আই সি টি আরো সহজভাবে ও কম কথায় কিভাবে বুঝানো যায় তার জন্য বিদ্যাঘর “আই সি টি (এইচ এস সি)” নামে একটি বিদ্যাগুচ্ছ পরিচালনা করেছে। তাই আই সি টি সম্পর্কে সহজভাবে সঠিক তথ্য জানতে বিজিট করুন বিদ্যাঘর ওয়েবসাইট পরিচালিত “আই সি টি (এইচ এস সি)” বিদ্যাগুচ্ছটি। তারই ধারাবাহিকতায় বিদ্যাগুচ্ছের এই পাতাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তথ্য প্রযুক্তির অবদানঃ

আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম।কম্পিউটারের নির্ভূল কর্ম সম্পাদন,দ্রুতগতি,স্মৃতি,স্বয়ংক্রিয় কর্ম সম্পাদন ইত্যাদি বৈশিষ্টের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগক্ষেত্র আজ সুবিস্তৃত।তথ্য প্রযুক্তির অবদান হলো

  • অপচয় রোধ করে
  • সময় সাশ্রয়ী হয়
  • তাৎক্ষ্ণিক যোগাযোগ সম্ভব হয়।ফোন,ই-মেইল,এস এম এস ইত্যাদি এর প্রকৃষ্ট উদাহরণ
  • তথ্যের প্রাপ্যতা সহজ হয়
  • সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়
  • ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের জিনিস অর্ডার করা যায়
  • ঘরে বসেই বিভিন্ন ইউটিলিটি বিল দেওয়া যায় ইত্যাদি

তথ্যসুত্রঃ

  • উইকিপিডিয়া
  • একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকসমূহ
  • জাতীয় তথ্য বাতায়ন (মুক্তপাঠ)

One thought on “বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানসমূহ”

  1. বর্তমান সময়ে সারা দুনিয়া তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল এবং আগামী বিশ্ব আরও বেশি নির্ভরশীল হতে চলেছ। তাই তথ্য প্রযুক্তিকে ভালভাবে জানা সকলের জন্যই জরুরী। তাহলে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে একে মানব জাতির উপকারে কাজে লাগাতে পারবো। তাছাড়া তথ্য প্রযুক্তির কল্যানে বর্তমানে ঘরে বসে বিশ্বের যে কোন প্রান্তের অফিস বা ব্যাক্তির কোন কাজ সম্পাদনের মাধ্যমে অর্থ উপার্জনের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে যাকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং শিখতে হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ভালভাবে বুঝতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।